Sydney

সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্সের রাজধানী এবং অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম ও জনবহু…
সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্সের রাজধানী এবং অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম ও জনবহুল শহর। শহরটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জ্যাকসন বন্দরকে ঘিরে অবস্থিত। শহরটি স্থলভাগের অভ্যন্তরে পশ্চিমের ব্লু পর্বতমালার দিকে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর উত্তরে হকসবেরি শহর, দক্ষিণে রয়াল ন্যাশনাল পার্ক বা রাজকীয় জাতীয় উদ্যান এবং দক্ষিণ-পশ্চিমে ম্যাকার্থার শহর। সিডনিতে ৬৫৮টি উপশহর, ৩৩ টি স্থানীয় সরকার অঞ্চল এবং ১৫টি সংলগ্ন অঞ্চল বা রিজিয়ন আছে। সিডনির অধিবাসীদেরকে স্থানীয় ইংরেজি ভাষায় "সিডনিসাইডার্স" নামে ডাকা হয়। ২০১৯ সালের জুন মাসের হিসাব অনুযায়ী সিডনি মহানগর এলাকার জনসংখ্যা ছিল প্রায় ৫৩ লক্ষ । এখানে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রায় ৬৫% জনগণ বাস করে।
  • জনসংখ্যা: ৫১,৩১,৩২৬ (২০১৭) (১ম)
  • প্রতিষ্ঠার তারিখ: ২৬শে জানুয়ারি ১৭৮৮
  • আয়তন: ১২,৩৬৭.৭ বর্গ কি.মি.(৪,৭৭৫.২ বর্গমাইল)(GCCSA)
  • সময় অঞ্চল: অপূমাস (AEST) (UTC+10)
  • অবস্থান: মেলবোর্ন থেকে NE দিকে ৮৭৭ কি.মি. (৫৪৫ মা.) দূরে · ব্রিসবেন থেকে S দিকে ৯২৩ কি.মি. (৫৭৪ মা.) দূরে · ক্যানবেরা থেকে NE দিকে ২৮৭ কি.মি. (১৭৮ মা.) দূরে · পার্থ থেকে E দিকে ৩,৯৩৬ কি.মি. (২,৪৪৬ মা.) দূরে · অ্যাডিলেড থেকে E দিকে ১,৪০৪ কি.মি. (৮৭২ মা.) দূরে
  • প্রশাসনিক বিভাগ: কাম্বারল্যান্ড
  • রাজ্য নির্বাচনী এলাকা: বিভিন্ন (৪৯)
ডেটা এর থেকে: bn.wikipedia.org